বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
খন্দকার সাদিকুল আলম, কুষ্টিয়া, কালের খবর :
কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বিষাক্ত এ্যালকোহল পান করে বিকেএসপি’র ছাত্র জিহাদুর রহমান সাজিদ ,ফাহিম , পাভেল নামে তিন জনের মৃত্যু হয়েছে।।এঘটনায় আশংকাজনক অবস্থায় আরো তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে বিকেএসপি’র ছাত্র ও বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুরা মিলে এ্যালকোহল পান করে। এর কিছুক্ষণ পর সাজিদসহ ছয়জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় সাজিদ। সন্ধায় মারা যায় ফাহিম এবং পরে পাভেল নামে আরো একজন ।কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, এ্যালকোহল জাতীয় পানীয় পান করে ছয় জন হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আশংকাজনক অবস্থায় আতিকুল (২২), সরুজ (২২) ও শান্ত (২৩) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।