রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
তাড়াইল ( কিশোরগন্জ ) থেকে ওয়াসিম সোহাগ, কালের খবর : কিশোরগন্চের তাড়াইলে, বিশ্ব এন্টিবায়োটিক দিবস উপলক্ষে এন্টিবায়োটিক সপ্তাহ পালন করছে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, তাড়াইল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন, ও তাড়াইল ড্রাগিস্ট কেমিস্ট সমিতি সহ অন্যন্যরা।
জানা যায়, আজ বুধবার ২০শে নভেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আলমাস হোসেন। তিনি তার মূল্যবান বক্তব্য “”এন্টিবায়োটিক সফলতায় আপনি আমি অংশীদার”” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এন্টিবায়োটিক ব্যাবহারে সচেতনতা সম্পর্কে সকলকে অবহিত করেন।
আরো বক্তব্য রাখেন, তাড়াইল উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বদরুল হাসান, ডাঃ ফিরোজ মিয়া। ডাঃ জিনাত রায়হানা, ডাঃ সাখাওয়াত হুসেন, ডাঃ আঃ রহিম
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আঃ রউফ তালুকদারের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিল উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন, শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া,
তাড়াইল উপজেলা ফারিয়ার সভাপতি মারুফ আহমেদ আকিক, ফারিয়ার সাধারন সম্পাদক আল আমিন রুবেল সহ ফারিয়ার সদস্যরা।
তাড়াইলের কেমিস্ট ও ড্রাগিস্টরা উপস্হিত হয়ে দিবসটিকে আরো গুরুত্বপূর্ন করে তুলে। এদের মধ্য উপস্হিত ছিলেন কেমিস্ট সমিতির সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ কেমিস্ট ডাঃ এরশাদ উদ্দিন, কেমিষ্ট ও ড্রাগিস্ট রফিকুল ইসলাম রফিক। কামরুল ইসলাম নয়ন, আলমগীর হুসেন, হুমায়ুন কবীর, আলম মিয়া, শামীম আহমেদ, ঝন্টু পাল, শান্ত পাল ফরহাদ মিয়া প্রমূখ। আলোচনার পর বিশ্ব এন্টিবায়োটিক দিবসে, এন্টিবায়োটিক সপ্তাহ ২০১৯ ইং উপলক্ষে একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে।