ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর ।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিয়ের দাবি নিয়ে ঝুমা আক্তার (১৯) নামে এক তরুণী বিষের বোতল হাতে তার প্রেমিকের বাড়িতে অবস্থান করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকা বাড়িতে অবস্থান নেয়ার পর থেকেই প্রেমিক উজ্জল মিয়া (২৫) বাড়ি থেকে সটকে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার ছোটকুড়িপাইকা গ্রামের শিরু মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী উজ্জল মিয়ার সঙ্গে ইমো ভিডিও কলের মাধ্যমে আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের ফখরুদ্দিনের মেয়ে ঝুমা আক্তারের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছরেরও বেশি সময়ে ধরে চলছে তাদের এই প্রেমের সম্পর্ক। সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়িতে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঝুমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন উজ্জল। শারীরিক সম্পর্ক স্থাপনের পর বেঁকে বসেন প্রেমিক উজ্জল। তবে প্রেমিকা ঝুমাও ছাড়ার পাত্রী নন। বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে হাজির হয়েছেন উজ্জলের বাড়িতে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন স্থানীয় মাতব্বররা। উজ্জলের বাবা শিরু মিয়া সাংবাদিকদের বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করতে রাজি নয়। এ ব্যাপারে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়ার ঘটনাটি শুনেছি। তবে ছেলে-মেয়ে কোনো পক্ষই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলেনি। যতটুকু শুনেছি মেয়েপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দারস্থ হয়েছে।