বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
আগামী ৭ জানুয়ারি বসবে জাতীয় সংসদের আগামী অধিবেশন। ওই দিন বিকেল চারটায় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।চলতি দশম সংসদের ১৯তম অধিবেশন এবং ২০১৮ সালে প্রথম তথা শীতকালীন অধিবেশন।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনের শুরুর দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।