শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
ড্রেসিং রুমে ট্রাম্প আমাকে পেছন দিক করে দেওয়ালে চেপে ধরেন, অতপর…. কালের খবর

ড্রেসিং রুমে ট্রাম্প আমাকে পেছন দিক করে দেওয়ালে চেপে ধরেন, অতপর…. কালের খবর

কালের খবর ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন মার্কিন লেখিকা ই জ্যাঁ ক্যারোল।
নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে নিজের লেখায় এই অভিযোগ করেছেন ক্যারোল। এই নিয়ে ১৫ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন। এ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।
নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে ক্যারোল তার বিরূপ অভিজ্ঞতার বিষয়ে লিখেছেন। এই লেখিকার অভিযোগ, ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ড্রেসিং রুমে ট্রাম্প আমাকে পেছন দিক করে দেওয়ালে চেপে ধরেন।।। এরপর যৌনাঙ্গে হাত দেন ট্রাম্প। চূড়ান্ত যৌন হেনস্তা করেন তিনি।

ক্যারোলের দাবি, ম্যানহাটনের ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্প সেদিন তার সঙ্গে যা করেছিলেন তা তাকে সারাজীবন তাড়া করে বেড়াচ্ছে। এটা তাকে মানসিকভাবেই যন্ত্রণা দেয়।
এদিকে, অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে এক বিবৃতিতে ট্রাম্পের দাবি, মিথ্যে অভিযোগ করছেন ওই নারী। তিনি ওই নারীকে চেনেন না। কোনও দিনও দেখাও হয়নি তার সঙ্গে।

নিউ ইয়র্কের ম্যাগাজিনে ক্যারোল লিখেছেন, সালটা ছিল ১৯৯৫ বা ৯৬। ট্রাম্প তখন নিউ ইয়র্কের অন্যতম ধনী ব্যক্তি। আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছিল। একদিন ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কের বার্গডর্ফ গুডম্যানে ডিপার্টমেন্টাল স্টোরে দেখা হয়। ড্রেসিং রুমে ট্রাম্প আমাকে পেছন দিক করে দেওয়ালে চেপে ধরেন ৷ নিজের প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ বের করেন তিনি। তারপর আমাকে পেছন থেকে ধর্ষণের চেষ্টা করেন। সেদিন কোনোক্রমে ওই বিভীষিকা থেকে পালিয়ে বাঁচি আমি।

এদিকে, এ ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আলোড়ন পড়ে গেছে। ট্রাম্পের বক্তব্য, পুরোটাই ভুয়া খবর। কোনও প্রমাণ নেই। সিসিটিভি ফুটেজ নেই। কোনও ছবি নেই, ভিডিও নেই, পুলিশে রিপোর্ট নেই।

সূত্র : নিউজ এইটিন, বিবিসি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com