শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের নেতা মাকসুদুর রহমানকে প্রাণনাশের হুমকি ও তাঁর ফসলী জমি দখলের অভিযোগ। কালের খবর লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। কালের খবর নাফ নদীতে বিজিবির রুদ্ধশ্বাস অভিযান বিপুল পরিমাণ মাদক উদ্ধার। কালের খবর দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল বিশ্ববিদ্যালয় খাগড়াছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম চতুর্মুখী সমস্যায় জর্জরিত। কালের খবর সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা জ্ঞাপন। কালের খবর রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান। কালের খবর বিআইডব্লিউটিএ দুর্নীতি : ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর। কালের খবর সংবাদ প্রকাশের পরও নেই তেমন প্রশাসনিক ভূমিকা : প্রকাশিত সত্য-তথ্য নির্ভর সংবাদটির বিরুদ্ধে “প্রতিবাদ সংবাদ”। কালের খবর
কোন পেশায় ভালো করতেন সালমান, জানালেন ক্যাটরিনা । কালের খবর

কোন পেশায় ভালো করতেন সালমান, জানালেন ক্যাটরিনা । কালের খবর

 কালের খবর ডেস্ক রিপোর্ট ::

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের সবচেয়ে সফল নায়কদের অন্যতম সালমান খান। তার অভিনয়ক্ষমতা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু স্টার নায়ক হিসেবে তার জনপ্রিয়তা কখনো কখনো শাহরুখের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায়।

কিন্তু যদি এই পেশায় না আসতেন নায়ক, তবে ঠিক কী করতেন তিনি? বা বলা ভালো, কোন পেশায় গেলে সফল হতেন? ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড-প্রতিষ্ঠাতা সালমান সফল ব্যবসায়ী তো হতেই পারতেন। কিন্তু সম্প্রতি ক্যাটরিনা কাইফ একটি অন্য পেশার কথা বলেছেন।

আর দু’দিন পরেই মুক্তি পাবে ক্যাটরিনা ও সালমান অভিনীত ‘ভারত’ সিনেমা। এখন ছবি নিয়ে প্রচারে ব্যস্ত দু’জনেই। সেই সূত্রেই একটি চ্যাট শো-তে ক্যাটরিনা এই বিষয়ে তার মতামত জানিয়েছেন। মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই চ্যাট শো-এর হোস্ট ক্যাটরিনার কাছে প্রশ্নটি রাখেন। বেশ মুডেই ছিলেন নায়িকা। সঙ্গে সঙ্গে জবাব দেন, “সালমান ভালো কাউন্সেলর হতে পারতেন”। তার মতে, পরামর্শদাতা হিসেবে সালমান অসাধারণ।

ক্যাটরিনা ওই শো-তে জানান, সালমানের সঙ্গে কাজ করতে কেন এত ভালো লাগে তার। এই নিয়ে পঞ্চম ছবি করছেন দু’জনে। ক্যাটরিনা বলেন, “সালমান খুব মজার মানুষ, সবাইকে স্পেস দিতে পছন্দ করেন এবং চুপচাপ লক্ষ্য করেন। সালমানের কাজের কিছু ধরন আছে যেটা প্রথমদিকে একটু কঠিন লাগত, কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে।”

সালমান ও ক্যাটরিনার অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখলেই বোঝা যায়, অফ-স্ক্রিন কতটা ভালো বোঝাপড়া দু’জনের। দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন দু’জনে, এমন কথাও শোনা গিয়েছিল যদিও কখনো তারা বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেননি। ক্যাটরিনা ও রণবীরের ব্রেকআপের পরেও নায়িকার পাশে থেকেছেন সালমান, এমনটাও লেখা হয়েছিল গসিপ ম্যাগাজিনগুলিতে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com