বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার রাস্তাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে : ড. সালেহউদ্দিন আহমেদ। কালের খবর বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সুস্থতা কামনায় মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত। কালের খবর মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন। কালের খবর বাংলাদেশ ইনোভেশন পার্টির জরুরি আলোচনা সভা: “মানবিক বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ প্রয়াস”। কালের খবর
কোন পেশায় ভালো করতেন সালমান, জানালেন ক্যাটরিনা । কালের খবর

কোন পেশায় ভালো করতেন সালমান, জানালেন ক্যাটরিনা । কালের খবর

 কালের খবর ডেস্ক রিপোর্ট ::

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের সবচেয়ে সফল নায়কদের অন্যতম সালমান খান। তার অভিনয়ক্ষমতা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু স্টার নায়ক হিসেবে তার জনপ্রিয়তা কখনো কখনো শাহরুখের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায়।

কিন্তু যদি এই পেশায় না আসতেন নায়ক, তবে ঠিক কী করতেন তিনি? বা বলা ভালো, কোন পেশায় গেলে সফল হতেন? ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড-প্রতিষ্ঠাতা সালমান সফল ব্যবসায়ী তো হতেই পারতেন। কিন্তু সম্প্রতি ক্যাটরিনা কাইফ একটি অন্য পেশার কথা বলেছেন।

আর দু’দিন পরেই মুক্তি পাবে ক্যাটরিনা ও সালমান অভিনীত ‘ভারত’ সিনেমা। এখন ছবি নিয়ে প্রচারে ব্যস্ত দু’জনেই। সেই সূত্রেই একটি চ্যাট শো-তে ক্যাটরিনা এই বিষয়ে তার মতামত জানিয়েছেন। মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই চ্যাট শো-এর হোস্ট ক্যাটরিনার কাছে প্রশ্নটি রাখেন। বেশ মুডেই ছিলেন নায়িকা। সঙ্গে সঙ্গে জবাব দেন, “সালমান ভালো কাউন্সেলর হতে পারতেন”। তার মতে, পরামর্শদাতা হিসেবে সালমান অসাধারণ।

ক্যাটরিনা ওই শো-তে জানান, সালমানের সঙ্গে কাজ করতে কেন এত ভালো লাগে তার। এই নিয়ে পঞ্চম ছবি করছেন দু’জনে। ক্যাটরিনা বলেন, “সালমান খুব মজার মানুষ, সবাইকে স্পেস দিতে পছন্দ করেন এবং চুপচাপ লক্ষ্য করেন। সালমানের কাজের কিছু ধরন আছে যেটা প্রথমদিকে একটু কঠিন লাগত, কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে।”

সালমান ও ক্যাটরিনার অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখলেই বোঝা যায়, অফ-স্ক্রিন কতটা ভালো বোঝাপড়া দু’জনের। দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন দু’জনে, এমন কথাও শোনা গিয়েছিল যদিও কখনো তারা বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেননি। ক্যাটরিনা ও রণবীরের ব্রেকআপের পরেও নায়িকার পাশে থেকেছেন সালমান, এমনটাও লেখা হয়েছিল গসিপ ম্যাগাজিনগুলিতে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com