সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গেলেন প্রেমিডেন্ট মো. আবদুল হামিদ। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১৫১৩) বুধবার সন্ধ্যা পৌনে ছ’টায় হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। এই সফরে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন তাঁর পতœী রাশিদা খানম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আবদুল হামিদকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ। শপথ অনুষ্ঠান ছাড়াও তিন দিনের এই সফরকালে প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।