শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
মোঃ সজীব মিয়া, (ঘাটাইল প্রতিনিধি):কালের খবর : ঘাটাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (লেবু) শপথ গ্রহণ করেছেন। এছাড়া আরও শপথ গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার কে. এম. আলী আজম সকালে প্রথমে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ টাঙ্গাইলের অন্যান্য উপজেলার মতো ঘাটাইল উপজেলায়ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম লেবু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।