বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
কুষ্টিয়া থেকে এ, জে সুজন, কালের খবর : দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিবাদ কে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও কুষ্টিয়ার খোকসা উপজেলায় র্যা লী ও দুর্যোগ মোকাবেলার ফায়ার সার্ভিসের এর মহড়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহোযগিতায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এই মহড়া অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া জেরিন ও খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহড়ায় উপস্থিত থেকে প্রত্যক্ষ করেন।শত প্রতিকূলতার মাঝে কিভাবে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারা অগ্নি নির্বাপন করে সে বিষয়গুলোর বিভিন্ন কলাকৌশল এবং পানি দিয়ে আগুন নিভান হয় সে সকল কলাকৌশল শিক্ষার্থীদের দেখানো হয়।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এলাকাবাসী ও উপজেলা প্রকল্প কর্মকর্তা বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।