মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
সুমন হাওলাদার, কালের খবর : সাভারের এস আর আজাদী দাখিল মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।প্রতিষ্ঠাতা সভাপতি এস আর আজাদীর সভাপতিত্বে এই বই বিতরণ করা হয়। বাচ্চাদের মাঝে বই বিতরণ কালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জহির চেয়ারম্যান রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাথে ছাত্র ছাত্রী সহ শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত,আউকপাড়া, আশুলিয়া,সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত এস আর আজাদী দাখিল মাদ্রাসা। যার প্রতিষ্ঠাকাল ২০১৯ ইং। এস আর আজাদী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক, এস আর আজাদীর অক্লান্ত পরিশ্রমের ফসল এই মাদ্রাসা। প্রধান শিক্ষক সরকারীভাবে বই হাতে পাওয়ার পরেই ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করেন ছাত্র ছাত্রীদের মাঝে। বই বিতরণ কালে (আর জেএফ)এর চেয়ারম্যান ছাত্র ছাত্রীদের মন দিয়ে পড়াশুনার উপর জোর দিয়ে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা পড়াশুনার মাধ্যমে দেশে আলো ছড়াবে।