শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদন : চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার ইয়াবাসহ ঢাকা প্রিমিয়ার লীগের এক নারী ক্রিকেটার নাজবীন খান মুক্তাকে (২৩) আটক করেছে পুলিশ।। রোববার (২২ এপ্রিল) ভোর পাঁচটায় শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি ঢাকা প্রিমিয়ারে লীগের আনসার দলের নিয়মিত ক্রিকেটার।
পুলিশ জানায়, গ্রীন লাইন পরিবহণযোগে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন নাজবীন। পথিমধ্যে বাকলিয়া থানাধীন শাহ আমানত থানার সেতুর গোল চত্ত্বরে ওই বাসটি পুলিশ তল্লাশি করে। সেই বাস থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। নাজবীন কক্সবাজারের নাহিদ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় রিপন নামের এক সহযোগীর কাছে ইয়াবা সরবরাহ করতো বলে স্বীকার করেছেন।
চট্টগ্রামের বাকলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।