সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : মোঃ নিজাম উদ্দিন /মজিবুর রহমান ভূঁইয়া : দীর্ঘ প্রায় এক দশক পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। এসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লোকে লোকারণ্য হয় উৎসব প্রাঙন। ওয়াদুদ ভুইয়া মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় আয়োজক কমিটি ও পুর্নার্থীরা।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, বলিটিলা শঙ্কর মঠ ও গীতা আশ্রম, কামিনী মেম্বার পাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও ব্যাঙমারা শ্রী শ্রী দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
বিএনপি সরকারে থাকলে সব ধর্মের লোকজন নিরাপদে স্ব স্ব ধর্ম পালন করার সুযোগ পায় মন্তব্য করে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগাড়ছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেছেন, বিএনপি সব ধর্মকে সম্মান করে। শেখ হাসিনা পালালেও দুর্গাপুজাকে সামনে রেখে তার দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। দেশে সম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে মরিয়া হয়ে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালনের আহবান জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে থাকবে। কোন অশুভ শক্তি যেন উৎসব পালনে বাধা হয়ে দাড়াতে না পারে সেজন্য সনাতন ধর্মের সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী, খাগাড়ছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধূরী, যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, খাগাড়ছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফুর রহমান সজল ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনাকালে গেল ২০১৭ সালে মাটিরাঙ্গা তথা মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় স্বৈর সরকারের প্রেতাত্বারা। ফলে এতো বছর মন্দির পরিদর্শনে আসেননি তিনি। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এবছর পুজাপুজামন্ডপ পরিদর্শন করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।