সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ফুলপুর (ময়মনসিংহ) থেকে মোঃ কামরুল ইসলাম খান, কালের খবর : ময়মনসিংহের ফুলপুরে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি। উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দে আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে বানভাসি মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, জেলা কৃষক দল নেতা ওয়াজেদুল ইসলাম, বিএনপি নেতা আজহারুল ইসলাম, সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাস্টার হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিভিন্ন স্থানে এসব খাবার বিতরণ ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।