শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
…………..”বসন্ত জল”..………..
বুকের বাপাশে ফুটেছিল শত পদ্মের দল
কিন্তু নয়নের কোণে বইছিল যমুনার জল।
অনেক গুলো বসন্ত শেষে এলো সেই বসন্ত লগন্
চন্দ্রজলও পারেনি নিভাতে সেই নয়নের পবন।
আমার এক হাতের মুঠোয় ছিল শুকনো পাতার মুচরানি খন্ডস্তর
অন্য হাতের মুঠোয় বসন্তের ফুলগুলো ফুটছিল পরপর।
এ যাত্রায় সেই সঙ্গী পেল বসন্ত সফর।
বহুজল পেরিয়ে ফুটে আবার সেই জলজ সরোবর
দখিনা সমীরণ বলে বসন্তে ছিলো তোমার অবয়বের ঢং
তাই কোকিল ছড়িয়েছে সাত বসন্তের রং।
শাখায় শাখায় লুটিপুটি খায় ফুলের মঞ্জরি।
বেদনায় বুকে সৃষ্টি হয় নীলাভ নীলগিরি
কি আকার, অল্প আঁধার
কি বাহার!৷ সবুজ পাতার।
বসন্ত যদি জলোয়ার সাজে শতাব্দীর পরে ও থাকে
একটি বসন্তে তুমি এলেও মিশে রবে চির বসন্তে।
নাসরিন জাহান
তাং ১৩/০২/২৪ ইং