শনিবার, ১১ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রয়াত বাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর
বিশ্ব ইজতেমার : দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মানুষের ঢল। কালের খবর

বিশ্ব ইজতেমার : দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মানুষের ঢল। কালের খবর

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার সাড়ে ১০টায়, পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সা’দ।

গাজীপুর প্রতিনিধি, কালের খবর

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষে পরিপূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান ও আশেপাশের সড়ক, অলিগলি।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাতে মানুষের ঢল

তিনি বলেন, এর আগে ইজতেমার শেষ দিন রোববার ফজরের পরে বয়ান করেন- ভারতের মাওলানা মুফতি মাকসুদ, তার বাংলা তর্জমা করেন মাওলানা আব্দুল্লাহ।

তার বয়ান শেষ হলেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, বাংলা তর্জমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাড়িতে, হেঁটে, ট্রেনে ইজতেমায় হাজির হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ।

কিন্তু ইজতেমা ময়দান আগে থেকেই পরিপূর্ণ থাকায় তারা আশেপাশের সড়ক, ফুটপাথ ও বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিতে থাকেন। মোনাজাতে অংশ নিতে আসা বিপুল সংখ্যক নারীকেও বিভিন্ন স্থানে বসে অপেক্ষা করতে দেখা গেছে।

টঙ্গীর কামারপাড়া সড়কে ঢুকতেই দেখা মিলে গাজীপুরের কালীগঞ্জ থেকে স্বামীর সঙ্গে ইজতেমা ময়দানে এক সন্তান নিয়ে এসেছেন লায়লা খানম সবুজা।

video

তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে দ্বিতীয় বারের মতো আমি ইজতেমার ময়দানে এসেছি। শনিবার রাত ১১টায় ইজতেমা ময়দানে এসে সড়কের পাশে বসেছি।

তার স্বামী মো. ফজলুল করিম বলেন, সবুজার খুব ইচ্ছে সে ইজতেমায় আসবে, আখেরি মোনাজাতে অংশ নিবে। সাংসারিক কাজে ব্যস্ত থাকায় প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে আসতে পারেনি। তার ইচ্ছা পূরণ করতেই তাকে দ্বিতীয় পর্বে নিয়ে এসেছি।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীর নাখালপাড়ার থেকে ময়দানে এসেছেন মর্জিনা আক্তার। তিনি জানান, ভোর পাঁচটার দিকে পরিবারের আরো তিন নারী ও এক পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন।

“আল্লাহর কাছে অনেক কিছু চাইব, পাপ মুক্তি থেকে শুরু করে জীবনে সঠিক ও সুন্দর পথে যাতে চলতে পারি তার জন্য আল্লাহর দরবারে হাত তুলব।”

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাতে মানুষের ঢল

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বে সাধারণভাবে মাওলানা জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত বাংলাদেশের ‘শুরায়ে নিজাম’ পক্ষের ইজতেমা শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্বে ভারতের সা’দ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা শুক্রবার শুরু হয়েছে। রোববার তা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com