রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
আব্দুল হামিদ জেলা প্রতিনিধি, কালের খবর :- মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে অবিনব কায়দার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছির এর বাড়িতে ভোর রাতে ভান্ডারীগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চেরের দল। গত ১৭ আগষ্ট বৃহস্পতিবার মধ্য রাতে, মুক্তিযোদ্ধা, আব্দুল বাছির মাস্টারের তিনটি গরু চুরি হয় এদিকে এলাকা সূত্রে জানা যায় ওই রাত্রে পুলিশের টহল থাকার পরও চুরি ঠেকানো সম্ভব যাচ্ছে না। মুঠ ফোনে মুক্তিযোদ্ধা আব্দুল বাছির মাস্টার বলেন প্রতিদিনের মত ঘাস দিয়ে গোয়াল ঘরে
বেঁধে রাখেন এদিন কাল রাত আসবে আমি ভাবতে পারিনি ভোর রাতে তিনটি গরু চুরি করে এ ব্যাপারে ১৮ আগষ্ট কমলগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। তিনবারের নির্বাচিত ইউপি সদস্য মোতায়ের আলী দুঃখ প্রকাশ করে বলেন, মাধবপুর ভান্ডারী গাও লংগুরপার এবং আশপাশ গ্রামের মানুষের সাথে আলাপ করে রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন।গত কয়েক মাসে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়েছে, কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নম্বর বিহীন ট্রাক, পিকাপ, সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলা হয় থানায়। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাবেন না এ আশংকা পুলিশের কাছে থানায় অভিযোগও দেন না। ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বিঘ্নে। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে চুরি করে যাচ্ছে। যাদের গরু আছে তারা রাত জেগে পাহারা দেয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী নয়া দিগন্তকে বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। (১৯ আগস্ট শনিবার) অভিযান চালিয়ে একটি গরু সহ চোরকে ধরেছি তদন্ত চলছে আসল রহস্য বেরিয়ে আসবে।