রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদন :
প্রিমিয়ার ব্যাংক থেকে জাল দলিলের মাধ্যমে সাড়ে ৩৯ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে পুত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা উভয়ই অর্থ আত্মসাৎ মামলার এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের জাকির হোসেন রোড থেকে দুদক উপপরিচালক লুৎফুল কবির চন্দন আসামিদের গ্রেপ্তার করে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার পুত্র মো. এস এম পারভেজ আলম। তাদের বিরুদ্ধে গতকাল (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালী (সিএমপি) থানায় মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. শাহ আলম ও তার পুত্র মো. এস এম পারভেজ আলম ৩ জনের স্বাক্ষর জাল করে ১১২.৯৭ শতাংশ জমি বন্ধক দেখিয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৫টি এলটিআর ও ১সিসি হাইপো এর বিপরীতে ব্যাংক থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক মামলাটি দায়ের করে।
কালের খবর/২০/২/১৮