বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। কালের খবর অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর
বাঘারপাড়ায় দিন দুপুরে একটি বাড়ি থেকে তালা ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি। কালের খবর

বাঘারপাড়ায় দিন দুপুরে একটি বাড়ি থেকে তালা ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, কালের খবর : 
যশোরের বাঘারপাড়ার পল্লিতে একটি ফাঁকা বাড়ির তালা ভেঙ্গে নগদ একলক্ষ ২০ হাজার টাকা সহ দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে চোর চক্র। ২৪ – জুন শনিবার বেলা ১০ টা থেকে ১১ টার মধ্যে এই চুরি সংঘটিত হতে পারে বলে জানিয়েছে বাড়ির মালিক শাহাবুদ্দিন ও তার স্ত্রী। চুরি সংঘটিত হওয়া বাড়িটি উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্জন ওই বাড়িটির পাঁচ, শ মিটারের মধ্যে অন্য কোন বসতি নেই। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে , সকালে খাওয়া দাওয়া করে বাড়ির মালিক শাহাবুদ্দিন ব্যাক্তিগত কাজে বেরিয়ে যায়। কিছুক্ষন পরে স্ত্রী গোলেজান বিবি ও পার্শ্ববর্তী বাড়িতে যায় ওই বাড়িতে গোলেজান বিবি ঘন্টা খানেক সময় অবস্থান করেন। এরইমধ্যে শাহাবুদ্দিন বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙ্গা দেখে তড়িঘড়ি করে ঘরে গিয়ে আসবাবপত্র ছড়ানো ছিটানো এবং বাক্সটা ভাঙ্গা দেখে স্ত্রীকে ডাক চিৎকার দেয়। দিনে দুপুরে এমন চুরির খবর পেয়ে আশপাশের ও গ্রামের মানুষ জন ছুটে আসেন । এসময় বাড়ির মালিক শাহাবুদ্দিন এই প্রতিবেদক কে চুরি হওয়া ঘরের চিত্র ও নমুনা দেখান। তিনি বলেন, তার পৈত্রিক বাড়ি পার্শ্ববর্তী ঘুনি গ্রামে। গত কয়েক মাস আগে তিনি ঘোষনগর গ্রামের এই জনগুরুত্বপূর্ণ পাঁকা রাস্তার পাশে নতুন বসতি স্থাপন করে বসবাস শুরু করেন । অনেকটা ফাঁকা বাড়ি হওয়ায় নগদ টাকা পয়স ঘরে রাখেন না। ঘটনার কয়েক দিন আগে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একলক্ষ ২০ হাজার টাকা জোগাড় করে ঘরে রাখেন। সেই সাথে মেয়ের প্রায় দুই ভরি সোনার গহনা ও ছিলো । দিনের এমন চুরির ঘটনা তিনি সহজে মেনেনিতে পারছেন না। স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব জানান, চুরির খবর পেয়ে আমি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি। এঘটনায় থানায় অভিযোগ করবেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com