বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
নূর হোসাইন, কালের খবর :
ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ও মিশুক চালক শ্রমিক ইউনিয়ন এর শাহ আলী থানা কমিটি কর্তৃক আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন । ৭ এপ্রিল শাহআলী থানাধীন রাসেল পার্কে এ আয়োজনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহআলী থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: আবুল কাশেম মোল্লা । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মো: সাখাওয়াত হোসেন দুলাল – সাধারন সম্পাদক, কেন্দীয় কমিটি, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ও মিশুক চালক শ্রমিক ইউনিয়ন । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মো: আব্দুল জাব্বার, প্রধান উপদেষ্টা – ঢাকা জেলা ছিএনজি অটোরিক্সা মালিক সোসাইটি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন – মো: নূর মোরশেদ উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , মো: সুমন ডালি – সভাপতি, শাহআলী থানা , জাতীয় শ্রমিক লীগ। এইচ এস ইমরান মো: মুসা, সভাপতি – দারুসসালাম থানা জাতীয় শ্রমিকলীগ। মো: কামাল হোসেন সাধারন সম্পাদক কেন্দ্রীয় নিবাহী সংসদ , জাতীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ। মো: মহসিন উদ্দিন লিটন সভাপতি , আওয়ামী মটরচালক লীগ খিলগাও থানা। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন- মো: সরোয়ার লষ্কর উক্ত কমিটির শাহআলী থানার ধর্ম বিষয়ক সম্পাদক । সভাপতিত্ব করেন মো: তারা মোল্লা উক্ত সংগঠনের শাহ আলী থানা সভাপতি । উক্ত অনুষ্ঠান উপস্থাপন করেন মো: শামীম উকিল উক্ত সংগঠনের শাহআলী থানা দপ্তর সম্পাদক। এ সময় অনেক শ্রমিক নেতা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য দিতে গিয়ে এই শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল বলেন – মালিক পক্ষ থেকে চালকদের বোনাস অবশ্যই দিতে হবে এটা তাদের অধিকার নছেৎ কঠোর ভাবে এর প্রতিবাদ করা হবে।