রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর
বিদেশ ফেরত যুবকের কান্ড : বাবার ১২ একর সম্পত্তি লিখে নিতে বাবাকে হসপিটালে ভর্তি। কালের খবর

বিদেশ ফেরত যুবকের কান্ড : বাবার ১২ একর সম্পত্তি লিখে নিতে বাবাকে হসপিটালে ভর্তি। কালের খবর

যশোর প্রতিনিধি ,কালের খবর :

বাবার প্রায় ১২ একর সম্পত্তি একাই লিখে নেওয়ার জন্য যশোরে বিদেশ ফেরত এক ছেলে এতটাই টালমাটাল হয়ে পড়েছে যে সে তার মা ও ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে ,বাবাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি রেখেছে। সম্পত্তি যাতে জোর করে লিখে নিতে না পারেন সেজন্য বাবা ইতিমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবরেজিস্ট্রি অফিসে অভিযোগও দিয়েছেন। সম্পদলোভী ছেলের নির্যাতনে ওই বাবা বর্তমানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

এমনকি তিনি ছোট ভাইয়ের রোপণ করা পাঁচ বিঘা জমির গম কেটে নিয়েছেন বলে অভিযোগ এসেছে। একইদিন দু’লাখ টাকার পাট বিক্রি করে দিয়েছেন ওই ছেলে।

এসব বিষয়ে মা আদালতে মামলা করেছেন। যার তদন্ত করছে পিবিআই। এ কারণে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন মর্তুজা। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পথে পথে ঘুরছে পরিবারের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মুর্তজা চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে। বাবাকে যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে জোর করে ভর্তি রেখেছেন। মর্তুজার অত্যাচারে মা লতিফা হায়দার তার ছোট ছেলে আল ইমরানকে নিয়ে উপশহর এলাকায় বড় মেয়ে বিউটির বাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়িছাড়া ভাই-বোনদের সাথে কথা বললে তারা জানান, মর্তুজা তাদেরকে খুন জখমের হুমকি দিচ্ছেন।

মা অভিযোগে বলেন,সম্প্রতি মেজ ছেলে মর্তুজা দেশে ফিরে বাবার সকল সম্পত্তি লিখে নিতে মরিয়া হয়ে উঠেন। এজন্য তাকে ও তার ছোট ছেলে আল ইমরানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।

এসব বিষয়ে অভিযুক্ত মর্তুজা জানান, তার ভাইবোনরা তার বাবাকে মারপিট করে অসুস্থ করে ফেলেছে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যসব অভিযোগ তিনি অস্বীকার করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com