শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
কালের খবর : বান্দরবান জেলার লামা উপজেলায় ২৫টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি জব্দসহ চারজনকে আটক করেছে র্যাব-৭ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম র্যাব-৭ এর কর্মকর্তা মেজর রুহুল আমীন এ তথ্য জানান।
আটকরা হলো- থুইচা মং মারমা (৩৬), চাইমুং মারমা (৩৬), এক্য মারমা (৩৯) এবং মিফং মারমা (৪৫)।
মেজর রুহুল বলেন, উপজেলার ফাসিয়াখালীতে পাহাড়ে র্যাব এবং সেনাবাহিনীর একটি দল যৌথভাবে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় ২৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করে।
ওই র্যাব কর্মকর্তার দাবি, আটকরা সবাই অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে লামা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।