শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
যশোরে বাঁশের খুঁটিতে ৭০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ। কালের খবর

যশোরে বাঁশের খুঁটিতে ৭০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

ঘরে ঘরে বৈদ্যুতিক সংযোগ আছে, বৈদ্যুতিক তারও ঝুলানো আছে, নেই শুধু বৈদ্যুতিক খুঁটি। যশোর সদর উপজেলা আরবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়াডের ধর্মতলা খ্রিস্টান মিশনপাড়া এবং গাজীপাড়া এলাকায়।
এ এলাকায় প্রায় ৭০০ বাড়িতে বাঁশের খুঁটি ও ঘরের সাথে বেঁধে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটি বসানোর দাবি এবং একাধিকবার এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন বিদ্যুৎ অফিসে। কিন্তু অভিযোগেও কোন ফল পাননি এমনই জানিয়েছেন এলাকাবাসী। ফলে এই এলাকার শিশুসহ প্রায় আড়াই হাজার মানুষ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন।
সরেজমিনে দেখা যায়, অনেকের ঘরের টিনের উপর দিয়ে অন্য পরিবারে সংযোগ টানা হয়েছে বাঁশের উপর ভর করে । অনেক স্থানে তারের ভারে বাঁশগুলো হেলে পড়েছে। কোথাওবা হেলে থাকা বাঁশ অন্য একটি বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
খোলাডাঙ্গা ব্যাপ্টিস্ট চার্চ-যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর সেই প্রার্থনালয়েও ছাড় দেয়নি বিদ্যুৎ অফিস। এখানেও বেঁধে রেখেছে ওয়ালে লোহার সিকের সাথে বিদ্যুৎ সংযোগের তার। এখানে প্রতি শুক্রবার এবং রোববার খ্রিস্টান সম্প্রদায়ের অসংখ্য লোক ঈশ্বরের প্রার্থনায় মগ্ন হয়। আর কোনক্রমে বিদ্যুৎ সংযোগের বিচ্ছিন্ন হলে দুর্ঘটনায় প্রাণহানিসহ ক্ষয়-ক্ষতি হতে পারে এমনই অভিযোগ এলাকাবাসীর।
ভুক্তভোগীরা জানান, বৃষ্টি ও ঝড়ের সময় ঘর থেকে তারা বের হতে পারেননা। মাঝে মাঝে তারে তারে ঘর্ষণে আগুনের ধোঁয়াও তৈরি হয়।
ভুক্তভোগী গোলাম মোস্তফা কামাল জানান, এ বিষয়ে বিদ্যুৎ অফিসে বহুবার অবহিত করা হয়েছে; কিন্তু কোন কাজ হয়নি। ছোট বাচ্চাদের নিয়ে আমরা বাস করি সবাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।
বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ওই এলাকার লোকেরা লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, আগামিতে নতুন প্রকল্প আসলে কাজ শুরু হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com