শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
আহমেদ সাজু ( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুরে ঘরে চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর বাজারের উত্তর পাশে প্রবাসী উজ্জ্বল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রবাসী উজ্জ্বল মিয়ার স্ত্রী রেহানা বেগম(৩৪) জানান, প্রতিদিনের মতো ছোট মেয়ে তাফশিনা(৫) কে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। সকাল আনুমানিক ৬ টার দিকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। পরে আশেপাশের প্রতিবেশী এগিয়ে আসলে ঘর থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এসময় প্রবাসী উজ্জ্বল মিয়ার মেয়ের জামাতা সিকদার মোঃ রায়হান জানান, ঘরের দরজার বেড়ার দুই পাশে কেটে চোর ঘরে প্রবেশ করে ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে।
তিনি আরো জানান, ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৩০,০০০ টাকা লুট করে নেয় চোর।
এদিকে চেতনানাশক স্প্রে করার ফলে অসুস্থ হয়ে পড়া প্রবাসীর স্ত্রী রেহানা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।
উল্লেখ্য গত ২২ দিন আগে একই এলাকার মৃত জুলহাস উদ্দিনের বাড়ির টিউবওয়েলে দিনের বেলায় চেতনানাশক মিশিয়ে চুরির ঘটনা ঘটে।