শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন। কালের খবর

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন। কালের খবর

এম এম জামান, বোয়ালমারী (ফরিদপুর) থেকে,  কালের খবর ঃ: ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে অর্থ লুটের ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। উপজেলা সাতৈর ইউনিয়নে ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের সামনে গত (০৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে মো. রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। থানায় মামলা হলেও বৃহস্পতিবার ৯ মে ২০০২২ পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় আসামিরা মামলার বাদীকে বিভিন্ন ভঁয়ভীতি দেখাচ্ছে মামলা প্রত্যাহারের জন্য।

আসামিদের গ্রেফতার ও জীবনের নিরাপত্তা চেয়ে মামলার বাদী ডোবরা গ্রামের মো. রবিউল ইসলাম (৪০) বৃহস্পতিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, তিনি ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের একজন ঠিকাদার। পাশাপাশি মিলগেটে একটি বড় মুদি দোকানও রয়েছে তার। গত ৫ জুন তিনি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে সাড়ে তিন লক্ষ টাকা তুলে দোকানে রাখেন। রাত সাড়ে ১০ টার সময় দোকান থেকে টাকা নিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুুতি কালে একই গ্রামের আমীর শেখ, শাহীন শেখের নেতৃত্বে কতিপয় দূর্বৃত্ত চাকু, ছোরা, রামদা-সহ ধারালো অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীরা আমাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমি (রবিউল) ৭ জুন বোয়ালমারী থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করি। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যেই এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। আর এ সুযোগে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে এবং আমাকে জীবনে মেরে ফেলার হুমকী দেওয়া সহ নানাবিধ ভঁয়ভীতি দেখাচ্ছে। এজন্য আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি আসামিদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাতৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম শেখ, বাচ্চু শেখ, আজীম খান, বজলু মাতুব্বর, আবুল হোসেন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com