রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর
সীতাকুণ্ডে শিশু চুরির ঘটনা সাজানো, তিনদিন পর উদ্ধার। কালের খবর

সীতাকুণ্ডে শিশু চুরির ঘটনা সাজানো, তিনদিন পর উদ্ধার। কালের খবর

মোঃ আশরাফ উদ্দীন,চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর :  চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার ১৪ দিন বয়সের শিশু পুত্রকে ডাক্তার দেখাতে গিয়ে মাকে চেতনানাশক ঔষধ লাগিয়ে চুরি হওয়া শিশুটি তিনদিন পর বৃহস্পতিবার সকালে নগরীর সিটি গেইট এলাকার একটি বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে এটি চুরির ঘটনা নয়। এটি ওই শিশুর মা জেনি আক্তারের সাজানো নাটক বলে দাবী করেছে তার স্বামী মোঃ ইয়াসিন। পুলিশ শিশুসহ জেনী আক্তারকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে যান।
জানা যায়, জেনি আক্তার তার ১৪ দিনের বাচ্চাটি নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। জানা গেছে, আগের বাচ্চার বয়স ১৬ মাস। এরি মধ্যে জন্ম নিল দ্বিতীয় বাচ্চা। অভাবের সংসার তার উপর মার বয়স ২০ বছর। এসব কারণে প্রতিবেশীরা নানা কথা শোনাতে থাকে। আর তাতে করেই ডিপ্রেশনে ভূগে নিজের ১৪ দিন বয়সের বাচ্চা অন্যকে দিয়ে থানায় বাচ্চা চুরির অভিযোগ দায়ের করেন এক মা। গত সোমবার সংগঠিত এই ঘটনার সেই বাচ্চাকে তিন দিন পর আজ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ।
নগরীর আকবর শাহ থানার পুলিশের সহায়তায় সীতাকুন্ড থানার এসআই নোমান চট্রগ্রাম সিটি গেইট সংলগ্ন একটি বাসা থেকে বাচ্চাটিকে উদ্ধার করে। জানা যায়, গত সোমবার ডাক্তার দেখানোর কথা বলে ঘর থেকে বের হয় বাচ্চার মা জেনি আক্তার। ঘন্টা দুয়েক পর বাচ্চাকে রেখে একা বাড়ি ফিরেন তিনি। বাড়িতে সবাইকে সিএনজি থেকে বাচ্চা চুরি গেছে বলে জানান। এক মহিলা তার মাথায় হাত বুলিয়ে বাচ্চা নিয়ে পালিয়ে যায় বলে সেদিন তিনি সবাইকে জানান। পরদিন তিনি নিজে বাদী হয়ে বাচ্চা চুরি গেছে মর্মে সীতাকুন্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করেন। হারানো বাচ্চার পিতা মো. ইয়াসিন বলেন, আমার বাড়ি খুলনার বাগেরহাটে। পেশায় আমি একজন অটো রিক্সা চালক। বাচ্চা ডেলিভারির সময় হওয়াতে স্ত্রীকে কিছুদিন আগে সীতাকুন্ডে বাবার বাড়িতে পাঠাই আমি। সুস্থভাবে বাচ্চা প্রসব করে সে। কিন্তু কি কারণে আমার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে আমার বোধগম্য হচ্ছেনা। সীতাকুন্ড থানার এসআই নোমান বলেন, ঘটনার তদন্ত চলছে। উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com