রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর
আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেমকে তার বসত বাড়ি থেকে উচ্ছেদের পাইতারা। কালের খবর

আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেমকে তার বসত বাড়ি থেকে উচ্ছেদের পাইতারা। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুল কাশেম(৫২) কে তার বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে ভাংচুর ও লোটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে পৌর এলাকার ২ নং ওয়ার্ড পশ্চিম পাড়ার শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেম পেশায় একজন রাজ মেস্তুরি হলেও এলাকায় তিনি আওয়ামীলীগের নিবিদিত কর্মী হিসেবে পরিচিত। বিগত ৩০ বছরের উপরে তিনি আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনের রাজনৈতির সাথে জড়িত। আর্থীক ভাবে অসচ্ছল থাকায় তিনি এলাকার বিভিন্ন গ্রামে রাজ মেস্তুরীর কাজ করে থাকেন।
অভিযোগ সূত্র জানা যায়,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম তার বাড়িতে না থাকার সুযোগে তারই আপন ছোট ভাই মো. মামুন (৪৫),এলাকার আব্দুল আলিম(৫০) ও তার ভাতিজা আনোয়ার (২২) আবুল কাশেমের ঘরের টিনের চাল ও ঘরে থাকা আসবাব পত্র ভাংচুর ও ঘরে লোটপাট চালায়। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে নবীনগর
থানা পুলিশের কাছে জানালে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা শেখ আবুল কাশেম কান্না জড়িত কন্ঠে জানান, আজ সোমবার সকালে আমার থাকার বসত ভিটা থেকে আমাকে উচ্ছেদ করতে আমার প্রতিবেশি আব্দুল আলিম আমার ছোট ভাইকে নিয়ে আমার ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে লোটপাট চালিয়েছে। আমি খবর পেয়ে নবীনগর থানায় জানালে
পুলিশ আসার আরগেই তারা পালিয়ে যায়। আমি গরীব মানুষ এ ঘটনার সঠিক বিচার চাই।এ বিষয়ে পৌর এলাকার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক শেখ সাকিম জানান,এটি একটি অর্পিত সম্পতির
জায়গা। জায়গাটির মালিকানা শেখ আবুল কাশেম ও তার দুই ভাই। তারা অনেক দিন পূর্ব থেকে এই জায়গায় বসবাস করছে। জায়গাটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মামলা চলমান থাকার পরও তারা আজ সোমবার সকালে নিরেহ আবুল কাশেমের বসত ঘর ভাংচুর করেছে।
ভাংচুর ও লোটপাটের বিষয়ে জানতে বিবাদী মো. মামুন,আব্দুল আলিম ও তার ভাতিজা আনোয়ারের খোজ করা হলেও তাদের এলাকায় পাওয়া যায় নি।
এ বিষয়ে নবীনগর থানার এস আই মো. এমরান
জানান,অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দুই পক্ষকে
আগামীকাল মঙ্গলবার সকালে নবীনগর থানায় ডাকা হয়েছে। ঘটনাটির তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com