শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, কালের খবর :
করোনাকালে যখন ঘরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা, তখন রাজধানীর খোলা আকাশের নিচে বসবাসরত ছিন্নমূল-অসহায় শ্রমজীবী (ভাসমান) মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবারও বাদ আছর রাজধানীর পল্টন-প্রেসক্লাব,কাকরাইল ও বিজয়নগর-শান্তিনগর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘নতুনধারা’। ইফতার সামগ্রী প্রদানের অনাড়ম্বর আয়োজনে নতুনধারার রাজনীতিকগণ ছিলেন স্বাস্থ্যবিধি মেনে। এসময় নতুনধারার নেতৃবৃন্দ বলেন, ইফতার সামগ্রী প্রদান আয়োজনকে কোনোভাবেই লোক দেখানোর জন্য নেয়া হবে না বলে মোমিন মেহেদী চেষ্টা করেছেন অনুপ্রেরণা হিসেবে বাড়িয়ে ধরতে। তারা বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই গণমানুষের পাশে ছিলো, আগামীতেও থাকবে। ২০২০ সালে করোনার প্রথম ধাপেও রমজান মাসে সামর্থনুযায়ী জনগনের জন্য নিবেদিত ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। কেননা, নতুনধারা ক্ষমতায় আসার বা থাকার রাজনীতি নয়; জনতার অধিকারের রাজনীতি করে। নতুনধারার নেতৃবৃন্দ বলছেন, দেশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য-খাদ্য-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান দুর্নীতি বন্ধ না করলে পালাবার পথও বন্ধ হবে। বঙ্গবন্ধুর কন্যা যখন প্রধানমন্ত্রী; তখন নতুন প্রজন্মের প্রতিনিধিরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে জাতি দুর্নীতিমুক্ত দেশ পাবে। কিন্তু তাদের সেই বিশ্বাস ভেঙ্গে দিলে নতুন প্রজন্ম মাঠে নামতে বাধ্য হবে। প্রতিনিয়ত দুর্নীতিবাজরা রাষ্ট্রকে ক্ষতির মুখোমুখি করছে। টিকা নিয়ে দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে দুর্নীতি এমননি টিসিবি নিয়েও সীমাহীন দুর্নীতি চলছে। যে কারণে নির্মম মহামারিতে মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে। এখনই পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে মানুষের পাশে সরকার না দাঁড়ালে ফলাফল খুব ভয়ংকর হয়ে উঠবে। এর আগে পবিত্র (প্রথম রোজায়) রমজান মাসে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, করোনায় স্বাস্থ্যবিধি মেনে ৩৩ তোপখানা কার্যালয় থেকে পুরানা পল্টন, কাকরাইল, মতিঝিল সহ বিভিন্ন এলাকার শ্রমজীবী-ভাসমানদের মাঝে ১ রমজান থেকেই ইফতার সামগ্রী প্রদান শুরু হয়। তিনি বলেন, সরকার যখন লকডাউন ঘোষণা করেছে, তখন নিরন্ন মানুষদের তাদের এ ইফতার প্রদান কর্মসূচীটি অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করে। তিনি বলেন, যতদিন প্রাণঘাতী করোনা থাকবে,ততদিন সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকব।