শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
ডেমরায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন কাউন্সিলর পলিন। কালের খবর

ডেমরায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন কাউন্সিলর পলিন। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর : জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা এবং করোনা ভাইরাসে আক্রান্তসহ বিভিন্ন রোগে প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের রুহের মাগফেরাত কামনা করে ২২টি মসজিদে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন মসজিদে প্রবেশে জনসচেতনতা বৃদ্ধি ও মহামারি করোনা ভাইরাস সমক্রমন প্রতিরোধে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। গতকাল শুক্রবার বাদ জুম্মায় ডেমরা থানাধীন ডিএসসিসি ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন এর উদ্যোগে এ দোওয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজিজ প্রধান, ডেমরা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন শান্ত, ৬৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণত সম্পাদক মাহিন খা, সহ সভাপতি মনোয়ার লিসান, সাংগঠনিক সম্পাদক মাফি ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় মসজিদগুলোতে প্রবেশের পথে মুসল্লিদের মাঝে মাস্ক বিরতণসহ করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। মাহমুদুল হাসান পলিন বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে অধিবাসীরা আতঙ্কের মধ্যে থাকলেও ৬৮ নম্বর ওয়ার্ডে ভয়ের কিছু নেই। প্রয়োজন শুধু জনসচেতনতা। তাই জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য করোনা প্রতিরোধ বিষয়ক নানা নির্দেশনা দেওয়াসহ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে যা অব্যাহত থাকবে। এছাড়া এ ওয়ার্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা শতভাগ পালন করা হচ্ছে। তিনি বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী বাজার মার্কেটের দোকানপাট খোলা ও বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের চলাচল, অভ্যন্তরীণ যানবাহন চলাচল, মসজিদ-মাদ্রাসা পরিচালনাসহ করোনা ভাইরাস মোকাবেলা সকল কার্যক্রম মনিটরিংসহ পরিচালনা করা হচ্ছে। এদিেিক করোনা পরিস্থিতি ৬৮ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে ও করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করি। এ সময় মাহমুদুল হাসান পলিন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সফল ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেব। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মহামারি করোনা সংক্রমন প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধভাবে জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অভাবী মানুষের পাশে দাড়িঁয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com