সোমবার, ২০ মে ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুবদের নেতৃত্বে সঠিক কর্মপরিকল্পনা গ্রহনের ফলে , সমাজে সহিংসতা নিরসন ও শান্তি স্থাপন হতে পারে। কালের খবর কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর
শ্রমিক থেকে কোটিপতি | কালের খবর :

শ্রমিক থেকে কোটিপতি | কালের খবর :

  • নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

সময়ের ব্যবধানে শ্রমিক থেকে কোটিপতি! মনে হচ্ছে সিনেমার কাহিনী। কিন্তু আফ্রিকায় এক খনি শ্রমিকের বেলায় এমনটিই ঘটেছে। সানিনিউ লায়জার পাওয়া তানজানাইট পাথর দুইটির ওজন ছিল প্রায় ১০ কেজি।

এই মূল্যবান রত্নটি সরকারকে হস্তানতর করলে গত ২৪ জুন তানজানিয়া সরকার লায়জারকে ৭.৭৪ বিলিয়ন তেলজানিয়ান শিলিং বা ৩.৩৫ মিলিয়ন ডলারের একটি চেক হস্তান্তর করেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৮ কোটি ৪৭ লক্ষ টাকা।

লায়জার থাকেন তানজানিয়ার ময়ানারা অঞ্চলের সিমানজিরো জেলায়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লায়জার বলেন, আমি আমার বাড়ির কাছে এর অর্থ দিয়ে একটি স্কুলটি প্রতিষ্ঠা করতে চাই। আশেপাশে এমন অনেক দরিদ্র লোক রয়েছে যারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর সামর্থ রাখে না।

তিনি একটি শপিং মল খুলার কথা জানিয়ে বলেন, আমি নিজে শিক্ষিত নই তবে আমি পেশাদার বিষয়গুলো পছন্দ করি। তাই আমি চাই আমার বাচ্চারা পেশাগতভাবে ব্যবসা পরিচালনা করুক।

স্থানীয় এক ভূতত্ত্ববিদ জানান, তানজানাইট পৃথিবীর বিরল রত্নগুলোর মধ্যে একটি। সাধারণত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় এই রত্নটি। তবে আগামী ২০ বছরের মধ্যে বিশ্বে রত্নটির সরবরাহ কমবে বলে ধারণা করা হচ্ছে।

রাতারাতি ধনী হওয়া লায়জার বলেন, আমি একটি গরু জবাই করে বড় পার্টি দিতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে বিষয়টি উদযাপন করতে চাই।

রায়জারকে অর্থে নিরাপত্তার কথা জিজ্ঞাসা করা হলে, জানান তিনি নিরাপদেই আছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com