শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
তাহিরপুর, সুনামগঞ্জ থেকে মবিনুর মিয়া, কালের খবর :: তাহিরপুরে জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে এক নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে ২ জনকে আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১২মে) আহতদের মা রেজিয়া খাতুন বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের আনোয়ার হোসেন এর পরিবারের সঙ্গে একই গ্রামের হবি রহমান ও সোহাগ মিয়া গংদের জমি জামা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হবি রহমান ও সোহাগ মিয়া গংরা দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন এর বাড়িতে হামলা চালায়। হামলার সময় আনোয়ার হোসেন ও তার ভাই জুবায়ের ঘর থেকে বের হতেই তাদেরকে লোহার রড দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে হবি রহমান ও সোহাগ মিয়া গংরা।
হামলায় আহত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন ও জুবায়েরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আহত দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো:: আতিকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে হামলার তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে মামলা নেয়া হবে।