শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
এবার বাগেরহাট থেকে রাজনীতিতে নাম লেখালেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য শেখ বেলাল । কালের খবর

এবার বাগেরহাট থেকে রাজনীতিতে নাম লেখালেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য শেখ বেলাল । কালের খবর

কালের খবর রিপোর্ট :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজনীতিতে যোগ দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের তরুণ সদস্য শেখ সারহান তন্ময়।

ওই নির্বাচনে দুই লাখের বেশি ভোটে জয়ী হয়ে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য হয়েছেন তিনি।

এবার সেই বাগেরহাট থেকেই রাজনীতিতে নাম লেখালেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য শেখ বেলাল উদ্দিন বাবু। তিনি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে তিনি। বাগেরহাট-০৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শেখ বেলাল উদ্দিন বাবু। ওই আসনের অন্যসব প্রার্থীদের মধ্যে তিনিই বেশি আলোচিত। দৌড়ে সবার চেয়ে এগিয়েও আছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এর আগে শেখ বেলালকে রাজনীতিতে দেখা যায়নি। তবে বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।

শেখ বেলালের দু’ভাই বর্তমানে সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে মহাজোটের সমর্থন ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয় পান শেখ বেলালের সেঝ ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল। অন্যদিকে শেখ বেলালের বড় ভাই শেখ হেলাল উদ্দিন বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য।

প্রসঙ্গত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন। গত ১০ জানুয়ারি তার ইন্তেকাল হলে আসনটি শূন্য হয়।

ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাটের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংসদ সদস্য হিসেবে পাঁচবার জয়লাভ করেন।

এবার সেই আসনের উপনির্বাচনে শেখ বেলাল উদ্দিন বাবু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপ্রত্যাশী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com