শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
এম আর মাইনউদ্দীন, মাধবদী, নরসিংদী,কালের খবর : নরসিংদী মডেল থানা পুলিশ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ প্রায় তিন লক্ষ টাকার মুল্যের চুরি হওয়া পাঁচ ভরি স্বর্নালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে।আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলো-(১)বানিয়াছল এলাকার সুলেমান মিয়ার ছেলে -আল আমিন(২০).
(২) আবুল কাশেম এর ছেলে মামুন (২৮).(৩) মৃত তাজুল ইসলামের ছেলে সবুজ মিয়া(২৫).
পুলিশ জানায় গত সোমবার রাতে পৌরসভার পশ্চিম কান্দাপাড়া এলাকায় দিলিপ সাহার বাড়ির ভাড়াটিয়া স্বর্নাকার প্রনব রায়ের বাসায় দুর্ধর্ষ চুরি হয়।চোরচক্র জানালার গ্রীল কেটে বাসার ভেতরে প্রবেশ করে ঘরের আলমিরা ভেংগে নগদ টাকা,স্বর্নালংকার ও মোবাইল ফোন সহ মুল্যেবান জিনিসপএ চুরি করে নেয়। খবর পেয়ে সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করেন।ঐ দিন রাতেই ক্ষতিগস্থ ভাড়াটিয়া প্রনব রায় বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।পরে ওসি সৈয়দুজ্জামান এর নেতৃত্বে পুলিশের তদন্ত দল ০৮ই জানুয়ারী বুধবার রাতে বানিয়াছল এলাকা থেকে মামুন নামে একজনকে আটক করে।পরে তার দেওয়া তথ্যমতে আলামিন ও সবুজ নামে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ দুইটি মোবাইল, একজোড়া স্বর্ণের বালা,একটি স্বর্ণের হার,একটি স্বর্ণের টিকলি ওতিনটি স্বর্ণের কানের দুল উদ্ধার করে। ওসি জানান বাকী মালামালা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।