সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
এম আর মাইনউদ্দীন,, মাধবদী, নরসিংদী, কালের খবর : আজ ০৫ জানুয়ারী ২০২০ সেক্টর কমান্ডার স ফোরাম মুক্তি যুদ্ধ ৭১ নরসিংদী ও মুক্তি যোদ্ধা সংসদ, নরসিংদী জেলা কতৃক আয়োজিত “বীরগর্ভা মাতাদের বিশেষ সন্মাননা সহ মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপত্বি করেন..আবদুল মোতালিব পাঠান
সেক্টর কমান্ডার ফোরাম ৭১
প্রধান আলোচক -আলহাজ্ব আব্দুল মতিন ভুঁইয়া, চেয়ারম্যান নরসিংদী জেলা পরিষদ।বক্তব্যের রাখেন বিভিন্ন পেশাজীবি এবং স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক তার বক্তব্য বলেন,,,বঙ্গবন্ধুর কালজয়ী ৭ই মার্চের ভাষন যা আমাদের প্রেরনার উৎস।
তারই আলোকে আপনারা মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন, দেশকে করেছেন হানাদার মুক্ত।আপনাদের আদর্শ বুকে লালন করে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সততার সহীত আমৃত্যু কাজ করে যাবো।