শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মহিলা মেম্বারকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মেম্বার জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মনির হোসেনের স্ত্রী কাকলী আক্তার (৩৫)।
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিওিতে সদর উপজেলার রামরাইল ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ১,৮৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদের (৪,৫,৬) নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা মেম্বার। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় সার্কেল পরিদর্শক।