শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
এম,পির বেধে দেয়া সময়েও সুরকি সরালেন না কন্ট্রাকটর। কালের খবর

এম,পির বেধে দেয়া সময়েও সুরকি সরালেন না কন্ট্রাকটর। কালের খবর

তাড়াইল, ( কিশোরগন্জ) থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ গত ২৪শে নভেম্বর দামিহা উদয়ন কলেজে একটি উন্নয়ন মুলক জনসভায় সাতদিনের সময় বেধে দেয়ার পরও ইটের সুরকি সরালেন না প্রভাবশালী ঐ কন্ট্রাকটর।
জানা য়ায়, দামিহা নরসুন্দা নদীর উপর দামিহা,রাহেলা,কাছিলাহাটি সহ আশে পাশের আরো কয়েকটি গ্রামের মানুষের ওপারে যাওয়ার হাছলা, নগরকুল, ইছাপশর,বেলংকা, সহ তাড়াইল উপজেলা সদরে যাতায়াতের জন্য এই ব্রীজটি অন্যতম যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন যাবত ব্রীজের উপর ফেলে রাখা ইটের সুরকির কারনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই এলাকা বাসী দামিহা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক আজহারকে হাছলা,নগরকুল, মাখনাপড়া, মাখনা আবাসন প্রকল্পের কোমলমতি শিশুদের প্রাইমারী সমাপনি পরিক্ষার জন্য কাজলা পরিক্ষার কেন্দ্রে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান সাহেব গত ২৪শে নভেম্বর দামিহা উদয়ন কলেজে ভিত্তি প্রস্তর ( তাড়াইল হেড কোয়াটার – চৌগাংগা জিসি ভায়া দামিহা ইউপি রাস্তা সম্প্রাসারন পাকা ১৬ ফুট ) অনুষ্টানে, বলেন, তাড়াইল- করিমগন্জের উন্নয়নের রুপকার উন্নয়ন করে যাচ্ছে কিন্তু উন্নয়ন হেফাজত করার দায়িত্ব স্থানীয় এলাকাবাসীর। ব্রীজের উপর রাখা ভারসাম্যহীন সুরকি ব্রীজের জন্যও হুমকি। এলাকাবাসী সুরকিগুলি রাখার সময় প্রতিবাদ করার দরকার ছিল। এ ব্যাপারে এমপি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু ( মাননীয় সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ) সাহেব কে জনসন্মূখে অভিযোগ করে জানান। মাননীয় এমপি সাহেব তার দীর্ঘ উন্নয়ন সুলক ও শিক্ষনীয় বক্তব্যর শেষে ব্রীজের উপর থেকে ইটের সুরকি সাতদিনের মধ্য সরানোর নির্দেশ দেন অন্যতায় এলাকা বাসী ঐক্যবদ্ধ হয়ে তা নদীতে ফেলে দিবে বলে জানান। এমন বক্তব্যর পরেও সময় পার হয়ে গেছে কিন্তু প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্টান ইউনুস এন্ড ব্রাদার্স এর কন্ট্রাকটর ইটের সুরকি সড়ালেন না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com