শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
তাড়াইল, ( কিশোরগন্জ) থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ গত ২৪শে নভেম্বর দামিহা উদয়ন কলেজে একটি উন্নয়ন মুলক জনসভায় সাতদিনের সময় বেধে দেয়ার পরও ইটের সুরকি সরালেন না প্রভাবশালী ঐ কন্ট্রাকটর।
জানা য়ায়, দামিহা নরসুন্দা নদীর উপর দামিহা,রাহেলা,কাছিলাহাটি সহ আশে পাশের আরো কয়েকটি গ্রামের মানুষের ওপারে যাওয়ার হাছলা, নগরকুল, ইছাপশর,বেলংকা, সহ তাড়াইল উপজেলা সদরে যাতায়াতের জন্য এই ব্রীজটি অন্যতম যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন যাবত ব্রীজের উপর ফেলে রাখা ইটের সুরকির কারনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই এলাকা বাসী দামিহা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক আজহারকে হাছলা,নগরকুল, মাখনাপড়া, মাখনা আবাসন প্রকল্পের কোমলমতি শিশুদের প্রাইমারী সমাপনি পরিক্ষার জন্য কাজলা পরিক্ষার কেন্দ্রে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান সাহেব গত ২৪শে নভেম্বর দামিহা উদয়ন কলেজে ভিত্তি প্রস্তর ( তাড়াইল হেড কোয়াটার – চৌগাংগা জিসি ভায়া দামিহা ইউপি রাস্তা সম্প্রাসারন পাকা ১৬ ফুট ) অনুষ্টানে, বলেন, তাড়াইল- করিমগন্জের উন্নয়নের রুপকার উন্নয়ন করে যাচ্ছে কিন্তু উন্নয়ন হেফাজত করার দায়িত্ব স্থানীয় এলাকাবাসীর। ব্রীজের উপর রাখা ভারসাম্যহীন সুরকি ব্রীজের জন্যও হুমকি। এলাকাবাসী সুরকিগুলি রাখার সময় প্রতিবাদ করার দরকার ছিল। এ ব্যাপারে এমপি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু ( মাননীয় সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ) সাহেব কে জনসন্মূখে অভিযোগ করে জানান। মাননীয় এমপি সাহেব তার দীর্ঘ উন্নয়ন সুলক ও শিক্ষনীয় বক্তব্যর শেষে ব্রীজের উপর থেকে ইটের সুরকি সাতদিনের মধ্য সরানোর নির্দেশ দেন অন্যতায় এলাকা বাসী ঐক্যবদ্ধ হয়ে তা নদীতে ফেলে দিবে বলে জানান। এমন বক্তব্যর পরেও সময় পার হয়ে গেছে কিন্তু প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্টান ইউনুস এন্ড ব্রাদার্স এর কন্ট্রাকটর ইটের সুরকি সড়ালেন না।