শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রাম থেকে বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ “জুয়াড়ী শুকুর আলী” নামের একজনকে আটক করেছে র্যাব-১৪’র একটি দল।রোববার রাতে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
#র্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে বাঞ্ছারামপুর মডেল থানায় শুক্কুর আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও ইয়াবাসহ শুকুর আলী ও তার ছেলে র্যাবের হাতে আটক হয়েছিলো।
#র্যাব-১৪’র ভৈরব ক্যাম্প সুত্রে জানা গেছে, উপজেলার পাহারিয়াকান্দি গ্রামে গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড্রন কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে শুক্কুর আলীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে সঙ্গে থাকা ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং তার ঘর তল্লাশী করে ৩ বোতল হুইস্কি উদ্ধার করে র্যাব।
#র্যাব বাঞ্ছারামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, র্যাব-১৪’র একটি দল পাহাড়িয়াকান্দিতে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে। র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।