রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর
বাঞ্ছারামপুরে মার পরকীয়ার জ্বালা মেটাতে শিশুপুত্রকে গলাটিপে হত্যা। কালের খবর

বাঞ্ছারামপুরে মার পরকীয়ার জ্বালা মেটাতে শিশুপুত্রকে গলাটিপে হত্যা। কালের খবর

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আড়াই বছরের শিশুপুত্র রাফিকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেছে মা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিদিয়েছেন মা ছেনোয়ারা বেগম।

জড়িত সন্দেহে শিশুটির মাকে আটক করে আদালতে হাজির করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসে।

কিন্তু কী কারণে শিশু সন্তানকে হত্যা করেছে তা বলেনি মা ছানোয়ারা। তবে হত্যার কথা স্বীকার করে আদালতে কেঁদে ফেলেন ঘাতক মা।

এই ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সবার প্রশ্ন, মা হয়ে সন্তানকে হত্যা করে কীভাবে?

নিহত রাফি বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সৌদিআরব প্রবাসী ফারুক মিয়ার ছেলে।

গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রূপসদী গ্রামের বাড়িয়াদহ বিলের কচুরিপানার নিচ থেকে রাফির লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যার পরে শিশুটির মা ছেনোয়ারা বেগম অসুস্থতার ভান ধরলে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়ার জন্য বাঞ্ছারামপুর সরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বৃহস্পতিবার সুস্থ করে তাকে থানায় নেয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে দক্ষিণ পাড়ায় বাবার বাড়িতে দুই সন্তান নিয়ে থাকতেন ফারুক মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম। বুধবার ভোর ৫টার দিকে মায়ের সঙ্গে ঘর থেকে বের হয় রাফি। এরপর থেকে শিশুটি নিখোঁজ।

বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার পরিবার। এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি।

সকাল সাড়ে ৯টার দিকে গ্রামবাসী বাড়ি থেকে ৫০০ গজ দূরে বাড়িয়াদহ বিলের কচুরিপানার নিচে রাফির লাশ দেখতে পায়। খবর পেয়ে তার নানা সাগর মিয়া ঘটনাস্থলে গিয়ে রাফির লাশ সনাক্ত করেন।

এলাকাবাসীর ধারণা, ছেনোয়ারা হয়তো পরকীয়ায় জড়িত। তাই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শিশুটির মা আদালতে নিজে হত্যার কথা স্বীকার করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com