রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, কালের খবর :
গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের সঙ্গে কডি সিম্পসনের ঘনিষ্ঠতার খবর নতুন কিছু নয়। তাদের নিয়ে অনেক মুখরোচক সংবাদও প্রকাশ হয়েছে ইতিমধ্যে। যদিও মাইলি ও কডি নিজেদের সম্পর্কের ব্যাপারে মিডিয়ার সঙ্গে কোন কথা বলেননি। তবে শোনা যাচ্ছে, লিভ টুগেদারও করছেন তারা। সেটা গোপন রাখতে চাইলেও অবশেষে তা হয়নি। এদিকে সম্প্রতি একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে মাইলি ও কডিকে। শুধু তাই নয়, সম্প্রতি একটি রেস্টুরেন্টে তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর তার পর থেকে চলছে নানা আলোচনা।
কারণ এই ছবিই নতুন করে প্রমাণ করলো তাদের মধ্যেকার সম্পর্কের কথা। এ ছবির বাইরেও তাদের আরো কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ হয়েছে। এদিকে চুম্বনের ছবিটি ভাইরাল হওয়ার পর কডি বেশ চুপচাপই আছেন। যদিও মাইলি এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, কডি আমার খুব ভালো বন্ধু। হয়তো আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর। তার সঙ্গে আমার ঘনিষ্ঠ হওয়াটা অস্বাভাবিক নয়। তাই এই নিয়ে আলোচনা কিংবা বিতর্ক সৃষ্টিরও কোন কারণ নেই। তবে আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত কোনদিকে যায় তার জন্য আমরা নিজেরাও অপেক্ষা করছি।