শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
মোঃ সজীব মিয়া, (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।
নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ভাইস চেয়ারম্যান কাজী আরজু এবং মহিলা ভাইস শাহিনা সুলতানা শিল্পীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহ্ফিল এর আয়োজন করা হয়। বুধবার (৮ই মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচিতদের উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র মোঃ শহীদুজ্জামান খান, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দর আলী সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সহ-সভাপতি (ভিপি), এবং উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবু সাঈদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবিদ হোসেন, মোঃ তমাল, মোঃ রঞ্জু আহমেদ এবং মোঃ গনি।
উক্ত আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহ্ফিলে ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।