সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহ। তিনি পাহাংয়ের সুলতান ছিলেন। গতকাল তাকে দেশটির কনফারেন্স অব রুলারস-এর সদস্যরা ভোট দিয়ে তাকে মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত করেন। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন স্টার।
অপ্রত্যাশিতভাবে এ মাসেই দেশটির রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মাত্র দু’বছর সিংহাসনে ছিলেন তিনি। ক্ষমতার তিন বছর বাকি থাকতেই তার এমন ঘোষণা মালয়েশিয়ার ইতিহাসে প্রথম। তার ওই ঘোষণার পর দেশের নতুন রাজা নির্বাচন করা হলো।
নির্বাচিত একজন রাজার সাধারণত মেয়াদ থাকে ৫ বছর। তাকে স্থানীয়ভাবে বলা হয় ইয়াং ডি-পারতুয়ান আগোং। রাজার পদ সাংবিধানিক। তবে তিনি নিত্যদিনের সরকার পরিচালনায় অংশগ্রহণ করেন না। নতুন রাজাকে শপথবাক্য পাঠ করানো হবে ৩১ শে জানুয়ারি।