শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
বুধবার রাতে ইরাক সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়দিন উপলক্ষে এ অঘোষিত সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
ইরাকের পশ্চিম বাগদাদে মার্কিন সেনারা অবস্থান করছেন। তাদের সঙ্গে দেখা করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প দম্পতি।
হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন সেনাদের সেবা, সাফল্য এবং ত্যাগের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প দম্পতি।
সে সময় ট্রাম্প জানান, ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।
উল্লেখ্যে, ইরাকে বর্তমানে প্রায় ৫ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
সূত্র: বিবিসি, ফক্স নিউজ