বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে মতিঝিল চেম্বারে দেখা করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫/৬ জন পুলিশের প্রতিনিধি দল তার সাক্ষাতে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম। সাক্ষাত শেষে সাংবাদিকদেরকে পুলিশ জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে ড. কামালের চেম্বারে এসেছি। নিরাপত্তার বিষয়ে ড. কামাল পুলিশকে জানিয়েছেন, আমার নিরাপত্তার দরকার নেই। যদি নিরাপত্তা দেন তবে আপত্তি নেই। এছাড়া যেখানে প্রার্থীদের ওপর হামলা হচ্ছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করেন। ডিএমপি কমিশনার ফ্রন্টের নেতার চেম্বারে আসতে চাওয়া ও পুলিশ সদস্যদের সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান ড. কামাল হোসেন।