বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
কালের খবর ডেক্স : ইরানের রাজধানী তেহরানে সিরিয়া বিষয়ে ত্রিদেশীয় সম্মেলন শেষে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্টরা এক বিবৃতিতে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার করেছেন। সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্টরা।
গতকাল শুক্রবার তেহরানে সিরিয়া বিষয়ক শীর্ষ বৈঠকে ১২টি বিষয় উল্লেখ করে তিন দেশের প্রেসিডেন্ট যৌথ বিবৃতিতে বলেন, সিরিয়ায় সব সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল না হওয়া পর্যন্ত পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
যৌথ বিবৃতিতে বলা হয়, সামরিক নয়, রাজনৈতিক প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান করা হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে সংবিধান সংক্রান্ত কমিটি গঠনে সহযোগিতা করা হবে।