শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সরকারের চাপে পড়ে যে কজন হেভিওয়েট নেতা বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন। কালের খবর মানবতার সেবায় উদাহরণ হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। কালের খবর সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর আসন্ন সংসদ নির্বাচনে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা। কালের খবর প্রতিদিন পাচার হচ্ছে ৪০-৫০ লাখ টাকা, ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। কালের খবর দলের মনোনয়ন-বঞ্চিত হয়ে চট্টগ্রাম -১১ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাত্মতায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কালের খবর মাশরাফির আসনে স্বতন্ত্র প্রার্থী-সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। কালের খবর মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ভাঙচুর মামলা নেয়নি ওসি নিরাপত্তাহিনতায় ভুক্তভোগি পরিবার। কালের খবর যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা। কালের খবর
ভোটগ্রহণের সংবাদ সংগ্রহে আগ্রহী সাংবাদিকদের নতুন শর্ত বেঁধে দিয়েছে গাজীপুর নির্বাচনের রিটার্নিং অফিস। কালের খবর

ভোটগ্রহণের সংবাদ সংগ্রহে আগ্রহী সাংবাদিকদের নতুন শর্ত বেঁধে দিয়েছে গাজীপুর নির্বাচনের রিটার্নিং অফিস। কালের খবর

কালের খবর প্রতিবেদক : ভোটগ্রহণের সংবাদ সংগ্রহে আগ্রহী সাংবাদিকদের নতুন শর্ত বেঁধে দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিস। আগামী ২৬শে জুন অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের খবর সংগ্রহের জন্য ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ও জানাতে হবে। সকল তথ্য নিজ নিজ গণমাধ্যমের সম্পাদকদের মাধ্যমে সত্যায়িত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬শে জুন গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে গতকাল থেকে সাংবাদিক কার্ড ইস্যু করা হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থানীয় সাংবাদিকদের রিটার্নিং অফিসারের কাছে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে হবে। ঢাকার সাংবাদিকরা নির্বাচন কমিশন থেকে সাংবাদিক কার্ড সংগ্রহ করবেন। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এবারই প্রথম ফরম প্রদান করছে নির্বাচন কমিশন (ইসি)। ফরমে সাংবাদিকদের কাছে ১৩টি তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে নাম, ঠিকানা, জন্ম তারিখ ছাড়াও সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয়েছে। আবেদনকারী সাংবাদিক কোনো রাজনৈদিক দল বা সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আছেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে। ফরম পূরণের পর আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সাংবাদিক পরিচয়পত্র সম্পাদক কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে বলা হয়েছে। রিটার্নিং অফিসের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণে যেন সাংবাদিক পরিচয়ে অন্য কেউ প্রবেশ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। সাংবাদিক কার্ড ইস্যু করে অনেক সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভোটকেন্দ্রে ঢুকে পড়ে। অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা গ্রহণ করেছে রিটার্নিং অফিস। রিটার্নিং অফিসারের কার্যালয়ের ইস্যু করা ফরমের বিষয়টি নির্বাচন কমিশন অবগত নয় বলে জানিয়েছেন সংস্থাটির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান। তিনি বলেন, কমিশন থেকে এধরনের কোনো ফরম সরবরাহ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল বলেন, নির্বাচন কমিশনের চিঠির ওপর ভিত্তি করেই এই ফরম তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের খবর সংগ্রহে নীতিমালা জারি করে সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। আগামী ২৬শে জুন গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com