বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
ফেনী প্রতিনিধি, কালের খবর :
ন্যাশানাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ফেনী জেলা উদ্যোগে সাংবাদিক সাথে মতবিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । অনুষ্ঠানে ন্যাশানাল ডেমোক্রেটিক পার্টর এনডিপি মহাসচিব ও ন্যাশানালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট এনডিএফ জোটের অন্যতম সদ্যস কাজী মোঃ আমান উল্যাহ মাহফুজ বক্তব্য বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী সংসদ নিবার্চন দিতে হবে। রাজনীতি থেকে দুনীর্তিবাজদের প্রত্যাখান করতে হবে।হিংসা বিদ্বেষ পরিহার করে সুষ্ঠ ধারার রাজনীতি ফিরে আসতে হবে রাজনীতি দলগুলোকে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে এনডিএফ জোট ৩০০ আসনে নিরবার্চন করবে। আগামীতে সত যোগ্য তরুন নেতৃত্ব গঠনের মাধ্যেমে আমরা কাজ করতে চাই। ফেনী থেকে সন্রাস, জঙ্গি, দূর্নীতি ও মাদক,মুক্ত ফেনী গড়তে আপনারা সহযোগিতা করুন। কোন শর্ত নয় স্বার্থ নয় নিঃজ স্বার্থেভাবে জনগনের পাশে থেকে কাজ করতে চাই মাহে রমজানের ধনী গরিবের বৈষম্য দূর করে এক কাতারে এসে সামিল হওয়ার সুজুগ সৃষ্টি করে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন ব্যাবস্থা পরিচালনা করলে ইহকাল ওপরকালে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা যায়। আরো উপস্থিত ছিলেন এনডিপি যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফেনী জেলার সভাপতি আমির হোসেন প্রমুখ।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।