সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর :
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
আজ সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালত তাকে এ অনুমতি প্রদান করেন।
সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতে হাসান উদ্দিন সরকার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, গতকাল রবিবার নির্বাচন স্থগিত করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ।
সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় প্রদান করেন।
আদালতে নির্বাচন স্থগিতের পক্ষে শুনানি করেন আইনজীবী জি এম ইলিয়াস কচি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে এই নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।
..…….দৈনিক কালের খবর