রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পুড়িয়ে দেওয়া পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু রোববার। কালের খবর বর্তমান বাংলাদেশে সঠিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে : প্রেস সচিব। কালের খবর মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন : সভাপতি-এম আই ফারুক, সাধারণ সম্পাদক-মাওলানা দেলোয়ার। কালের খবর নবীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ক৯শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। কালের খবর , সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশবিশ্ব শ্রমিক দিবস পালন। কালের খবর দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা, চসিক মেয়র ড. শাহাদাত হোসেন। কালের খবর মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত। কালের খবর পতিত আওয়ামী দোসররা রাজত্ব করছে আটাবে। কালের খবর দেবিদ্বারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অংশীজন সভা অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০। কালের খবর
সরকারি চাকরিতে একসঙ্গে যোগ দিলেন আলিয়া নেসাবের ১০১০জন আলেম

সরকারি চাকরিতে একসঙ্গে যোগ দিলেন আলিয়া নেসাবের ১০১০জন আলেম

কালের খবর প্রতিবেদক : কওমি আলেমদের পর এবার সরকারি চাকরিতে একসঙ্গে যোগ দিলেন আলিয়া নেসাবের ১০১০জন আলেম।

সোমবার দুপুরে রাজধানীতে বায়তুল মোকাররম পূর্ব চত্বরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তদের জন্য বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে তারা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় আলিয়া নেসাবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ।

সভাপতিত্ব করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জুবায়ের আহমদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে এ বছর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারা দেশে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন উক্ত মাদ্রাসার শিক্ষক হিসেবে ইতিপূর্বে ১ হাজার ১০জন কওমি আলেমকে নিয়োগ দেওয়া হয়। সরকারি আলিয়ার ১০১০জন আলেমসহ এ পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসার জন্য মোট ২ হাজার ২০জন শিক্ষককে সরকারিভাবে নিয়োগ দেওয়া হল। এসব মাদ্রাসার জন্য সাধারণ শিক্ষায় শিক্ষিত আরো ১ হাজার ১০জন শিক্ষককে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে তাদের মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com