রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলায় সিগারেট না দেয়ায় বাবাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছেলেকে আটক করেছে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর ২ টার দিকে বাবা বসই মিয়ার কাছে সিগারেট চায় ছেলে আক্তার মিয়া। বসই মিয়া সিগারেট দিতে অসম্মতি জানালে পাশে থাকা কোদাল দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি পেটান আক্তার। কোদালের আঘাত মাথায় পড়লে গুরুতর আহত হন বসই মিয়া। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ জানান, ছেলেকে আটক করা হয়েছে। পরিবারের লোকজন বলেছে আক্তার মিয়া দীর্ঘ দিন থেকে মানসিক রোগে ভুগছিলেন।