শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর জুলাইয়ের শহীদ পরিবারদেরকে তারেক রহমানের পক্ষ থেকে নবীউল্লা নবীর আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ। কালের খবর
সিলেটে অন্যরকম ওরস। কালের খবর

সিলেটে অন্যরকম ওরস। কালের খবর

 

ওয়েছ খছরু, সিলেট থেকে, কালের খবর :

সিলেটে হযরত শাহপরান (রহ.) বার্ষিক ওরস চলছে। এবার অন্যরকম এক ওরস পালন করা হলো মাজারে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে অশ্লীলতা ও অসামাজিকতা ব্যতিরেকে এ ওরস পালন হলো। ছিল না ভণ্ডদের দৌড়ঝাঁপ কিংবা গান-বাজনার আসরও। বেহায়াপনা, বেলেল্লাপনা ছাড়াই পালন হলো ওরস। এ কারণে দু’দিন রাতভর পাহারা দিতে হয়েছে আলেম সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতাকে। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেটের ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)’র অন্যতম সফরসঙ্গী ছিলেন হযরত শাহপরান (রহ.)। তার মাজার নগরের খাদিমপাড়ার শাহপরান এলাকায় অবস্থিত। ৭০০ বছরের বেশি সময় ধরে প্রতি বছর এ ওলির মাজারে তিন দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। এবার রোববার সকালে গিলাফ ছড়ানোর মধ্যদিয়ে ওরস শুরু হয়।

কিন্তু আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করা হয় গানের আসর সহ অশ্লীলতার প্রতি। প্রতি বছর গানের আসরের পাশাপাশি গাজার আসর বসতো মাজার এলাকায়। মহিলা বাউলরাও নানা ভঙ্গিমায় নেচে-গেয়ে ওরস পালন করতেন। কিন্তু এবার এসবের আয়োজন ছিল না। এলাকার লোকজন জানিয়েছেন, রোববার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও আশেকানরা দরগাহ এলাকায় আসতে শুরু করেন। তারা মাজার কম্পাউন্ডের উঠানে কাপড় বিছিয়ে অবস্থান নেন। এ সময় অনেকেই তাদের অবস্থান নেয়া স্থলে মোমবাতি প্রজ্বালন, আগরবাতি জ্বালিয়ে ধ্যানে মগ্ন হন। তাদের সঙ্গে অনেক মহিলা ভক্তেরও উপস্থিতি ছিল। এ দৃশ্য দেখে পাহারায় থাকা আলেম-ওলামা ও ছাত্র-জনতা ক্ষেপে যান। তারা মাজার কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে তাদের উচ্ছেদ করে সরিয়ে দেন। এতে করে অনেকের সঙ্গে তর্কাতর্কির ঘটনা ঘটে। রাতে একাধিকবার ভণ্ডরা মাজার এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা চালায়। প্রতিবারই আলেমরা তাদের সরিয়ে দিয়েছে। এই অবস্থায় রাতে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাজার এলাকা পরিদর্শন করেন। তারা মাজার কর্তৃপক্ষ ও আলেম-ওলামাদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মাজার কর্তৃপক্ষ জানান, রাতভর আলেম সমাজের প্রতিনিধিরা মাজার এলাকায় পাহারা দিয়েছেন। যারাই ওরসকে কেন্দ্র করে বেহায়াপনা করতে উদ্যত হয়েছেন তাদেরকে সরিয়ে দূরবর্তী স্থানে নেয়া হয়। এ কারণে এবার আর ওরসে কোনো ধরনের গান-বাজনাও হয়নি। শান্তিপূর্ণভাবেই ওরস শেষ হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মাজার এলাকায় অবস্থান করতে না পেরে দূর-দূরান্ত থেকে আসা মারফতি গানের ভক্তরা পুকুরের অন্যপাড়ে অবস্থান নেন। ওখানেও তাদের উপর কড়া নজরদারি রাখার কারণে তারা তাদের মতো করে ওরস পালন করতে পারেননি। এতে করে মধ্যরাতের পর তারাও ক্ষোভ দেখিয়েছেন। অনেকেই এর প্রতিবাদ জানান। এ সময় উত্তেজনা দেখা দিলে মাজার কর্তৃপক্ষ গিয়ে তাদের শান্ত করেন। তবে; সার্বিকভাবে এবার বেহাপনার ছাড়াই ওরস শেষ হয়েছে। এতে ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত বন্দেগির মাধ্যমে তিন দিন কাটাতে পেরেছেন। এদিকে গান-বাজনার আসর না বসার কারণে এবার ওরসে লোক সমাগম তেমনটি ঘটেনি বলে জানিয়েছেন মাজারের খাদিম পক্ষের লোকজন। অনেকেই ঝামেলা এড়াতে আসেননি ওরসে। তবে শাহপরান এলাকার অনেক মানুষ মাজার কর্তৃপক্ষের বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সিলেট সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম মানবজমিনকে জানিয়েছেন; ওরস ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন হয়েছে। অতীতে যেভাবে ওরস হতো সেভাবে হয়নি। কিন্তু অতীতের ধারা যে সঠিক ছিল না সেটি এবার প্রমাণিত হয়েছে। গান-বাজনা ও বেহায়াপনা হয়নি। এটি আলেম সমাজ, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা রুখে দিতে পেরেছি। ভবিষ্যতে এ ধারা বজায় থাকবে বলে জানান তিনি। এদিকে ওরসকে সামনে রেখে ৫ই সেপ্টেম্বর স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে আলেম সমাজ, জনপ্রতিনিধি ও মাজার কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। অসামাজিক ও অনৈসলামিক প্রতিরোধ কমিটি সিলেটের ব্যানারে আয়োজিত এ বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল মাজার এলাকায় আর কখনো ইসলাম ও সমাজবিরোধী কোনো কাজ করতে দেয়া হবে না। একই সঙ্গে গান-বাজনা ও মহিলাদের নৃত্য বন্ধ থাকবে। আগামীতে ওরস পালনের সময় তাফসির মাহফিলের আয়োজন করা হবে। তাদের এইসব সিদ্ধান্তের প্রেক্ষিতে মাজারের খাদেমদের পক্ষে খাদিম সৈয়দ কাবুল আহমদ ওরসকে সামনে রেখে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। ওই বার্তায় তিনি জানিয়েছিলেন- ‘মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখন থেকে বৃহস্পতিবারের গান-বাজনা বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।’ এর আগে শুক্রবার বাদ জুমা নাচ-গান-মদ-জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করে স্থানীয় ছাত্র-জনতা।
প্রশ্ন তুললেন এলাকার মানুষ: বদলে যাওয়া পরিস্থিতিতে হযরত শাহপরান (রহ.) মাজারের তহবিল আত্মসাতের ঘটনা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন এলাকার মানুষ। বদরুল ইসলাম নামের স্থানীয় এক জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে জাতির কাছে নানা প্রশ্ন তুলে ধরেন। এতে তিনি উল্লেখ করেন; ‘মাজারে তথাকথিত নামধারী কয়েকটি দানবাক্স সামনে রেখে কেউ দুই দিন, কেউ চার দিন, কেউ আট দিন, কেউবা দশ দিন ‘বারী’ বেঁধে জমিদারি স্টাইলে দানের টাকা পয়সা তছরুপ ও আত্মসাৎ সহ নীরব চাঁদাবাজির নাম কি খাদিমী? আর এই চাঁদা উঠানোর ব্যাপারে সরকার বা প্রশাসনের কোনো অনুমোদন আছে কি? এই মাজার কি বাপ- দাদার মৌরসি সম্পত্তি না কি? যদি না হয় তাহলে দেশবাসীকে নিয়ে সম্মিলিত কোনো কমিটি নাই কেন?

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com