বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর

কল্প কবি

কল্প কবি

শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ  

এইতো আমি কল্প কবি,
আঁকছি নব গল্প ছবি।
নতুনত্বের ছোঁয়া দিয়ে,
যাইরে আমি লোক হাসিয়ে।
আমার কাছে আছে ঠিকতো-
টক-ঝাল আর মিষ্টি-তিক্ত।
আমার লেখায় কেউবা হাসে,
কেউবা সুখের স্রোতে ভাসে।
কেউবা আবার যায়রে ক্ষেপে,
সত্য কথা বললে মেপে।
কেউবা আমার তারিফ রটে,
কেউ হয়ে যায় ভক্ত বটে।
কেউবা কিছু লিখতে বলে,
কেউবা ফের টানে কোলে।
কেউবা আমার কবিতা খুলে,
যায় হারিয়ে রসাতলে।
কেউবা কিছু পড়ে আমায়,
লিখতে আরো উৎসাহ দেয়।
কেউবা আমায় ভালোবেসে,
কথার দুয়ার খুলে বসে।
কেউবা আবার পাগলপারা,
আমার ডাকে দিয়ে সাড়া।
কারো আমি সঙ্গ পেয়ে,
লিখি অনেক কিছু নিয়ে।
কেউবা আমার সঙ্গে থেকে,
অনেক কিছু নেয়রে শিখে।
কেউবা আমায় নিন্দা করে,
দেখি তখন চিন্তা করে;
তার আমি কি করেছি ক্ষতি!
আসলে তা নয়রে ব্রতী।
আমি তো এক শান্ত ছেলে,
তাইতো বলে সুযোগ পেলে।
যাকনা বলে নিন্দুকেরা,
শান্তি যদি পায়রে তারা।
আমিও তবে শান্তি পাবো,
যেদিন বিরল হারিয়ে যাবো।
আমার কথা বলবে সেদিন,
কথায় কাজে থাকবোনা ঋণ।
হবো আমি সাম্যবাদীর,
অন্যতম এক মহা-বীর।
কল্পনাতে বাঁচবো আমি,
সবার কাছে হয়ে দামী।
বঙ্গ নভের নব রবি,
এইতে আমি কল্প কবি।

 

 

 

 

নাইমুল ইসলাম নাইম,গোপালগঞ্জ,কালের খবর /১৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com